শুরু হয়ে
গেছে নতুন বছর ২০২১ সাল। গত বছর টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল
ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। দেশের ফুটবল
নিয়ে তিনি অনেক কথাই বলেছেন। গতকাল বছরের শেষ দিনে ঘটা করে সংবাদ সম্মেলন
করে ২০২১ সালের বর্ষপঞ্জি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রতিশ্রুতির
বহর দেখে বাস্তবায়ন নিয়ে সন্দেহ হওয়া অস্বাভাবিক নয়। কারণ অতীতে এমন ঘটেছে।
তবে কাজী সালাউদ্দিন বলেছেন, তিনি দলের ভালো চান তাই এত আয়োজন।
বাফুফে
ভবনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন নিয়মিত প্রিমিয়ার লিগ,
প্রতিবছর নির্ধারিত সময়ে দলবদল, ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা
থেকে শুরু করে একই সময়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ফুটবল আয়োজনের
পরিকল্পনার কথা জানান। ১৩ জানুয়ারি ২০২০-২১ মৌসুমের লিগ শুরুর কথা।
খেলোয়াড়, কর্মকর্তা থেকে গণমাধ্যমকর্মীদের সুরার উদ্যোগ নিতে করোনাভাইরাসের
প্রতিষেধক পাওয়ার চেষ্টাও চলছে বলে জানান সালাউদ্দিন।
সেইসঙ্গে
প্রতিশ্রুতি পূরণে আর্থিক সীমাবদ্ধতা এবং তা নতুন বছরে কাটিয়ে ওঠার আশাবাদও
শোনা গেছে। এক পর্যায়ে কাজী সালাউদ্দিন বলেন, 'আমি তো জাতীয় দলকে অনেক
উপরে দেখতে চাই। ভালো চাই। আপনারা লিখবেন। আমি পরিকল্পনা করব; তাদেরকে
প্রয়োজনীয় জিনিসগুলো এনে দিব। কিন্তু তারা যদি ভালো না খেলে, তাহলে কিছু
হবে না। করোনা মহামারীর কারণে ২০২০ সাল ভালো যায়নি। আশা করি, ২০২১ সাল সবার
জন্য ভালো বছর হবে।'