ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হামজা চৌধুরীকে সাউদাম্পটন-নিউক্যাসলে পাঠাতে চায় লেস্টার
Published : Monday, 4 January, 2021 at 12:00 AM
লেস্টার সিটিতে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরীর। তিনি ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন। লেস্টারে ভালো ফুটবল উপহার দিয়ে সেই পথে এগিয়েও যাচ্ছিলেন ২৩ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
কিন্তু চলতি মৌসুমেও প্রিমিয়ার লিগের জয়ের লড়াই করা লেস্টারের শুরুর একাদশে নিয়মিত জায়গা মিলছে না তার। এমনকি বদলি হিসেবেও লেস্টার কোচ তার ওপর ভরসা রাখতে পারছেন না খুব একটা। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত লেস্টারের ১৬ ম্যাচের মধ্যে তার মাঠে নামা হয়েছে মাত্র ৩টিতে।
সেজন্য এর আগে দুই মৌসুম ধারে বারটন আলবিওনে থাকা হামজা চৌধুরীকে আবার অন্য ক্লাবে পাঠিয়ে দিতে চায় লেস্টার সিটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, এরই মধ্যে লেস্টারের পক্ষ থেকে সাউদাম্পটন, নিউক্যাসল ইউনাইটেড এবং ওয়েস্ট ব্রুমকে প্রস্তাব দেওয়া হয়েছে হামজাকে কেনার জন্য। লেস্টার ধারেও ছেড়ে দিতে পারে তাকে। আর ধারের শর্তে নিউক্যাসল আগ্রহও দেখিয়েছে এই মিডফিল্ডারে।
৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার হামজা চৌধুরী ২০১৫ মৌসুম থেকে লেস্টারের সঙ্গে আছেন। তবে প্রথম দুই মৌসুম দলের হয়ে কোন ম্যাচ খেলা হয়নি তার। পরের মৌসুমে প্রিমিয়ার লিগে অভিষেক হলেও হামজাকে ধারে পাঠিয়ে দেওয়া হয় দ্বিতীয় বিভাগের দল বারটন আলবিওনে। গেল মৌসুমে হামজা লিগে এক মৌসুমে সর্বোচ্চ ২০ ম্যাচ খেলেছেন। কিন্তু চলতি মৌসুমে হয়ে পড়েছেন অনিয়মিত। হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ম্যাচ খেলেছেন।