ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নেইমারদের প্রতি নতুন কোচের কড়া বার্তা
Published : Monday, 4 January, 2021 at 12:00 AM
পিএসজির দায়িত্ব নিয়েই খেলোয়াড়দের সতর্ক করে দিলেন মাওরিসিও পচেত্তিনো। কিলিয়ান এমবাপে-নেইমারদের প্রতি আর্জেন্টাইন কোচের বার্তা, ফরাসি চ্যাম্পিয়নদের জার্সি পরতে হলে প্রমাণ করতে হবে যোগ্যতা।
৪৮ বছর বয়সী পচেত্তিনোকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদে কোচ হিসেবে শনিবার নিয়োগ দিয়েছে পিএসজি।
নতুন চ্যালেঞ্জে যোগ দেওয়ার পরদিন ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে নিজের লক্ষ্য-উদ্দেশ জানান ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত ক্লাবটিতে খেলা পচেত্তিনো। বলেন, দুর্দান্ত এই দলের সামর্থ্য রয়েছে সবকিছু অর্জন করা।
“এই দল মানেই সেরা কিছুৃখেলোয়াড়দের এর জার্সি পরার যোগ্য হতে হবে। আমি মনে করি, দলটি দুর্দান্ত। এই ক্লাব ও এর খেলোয়াড়রা যা চায়, আমরা তাই অর্জন করতে পারি। কারণ তারা লড়াকু ও ট্রফি জিততে চায়।”
সাবেক কোচ টমাস টুখেলের দায়িত্বে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে পিএসজির সময়টা ভালো কাটছিল না। শেষ সাত ম্যাচের মধ্যে তারা জিতেছে কেবল তিনটি, দুটি করে ড্র ও হার। ১৭ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে তিন নম্বরে। আর সেজন্যই জার্মানির এই কোচকে ছেড়ে দিয়ে পচেত্তিনোকে দায়িত্ব দিল ক্লাবটি।
রোববার দলের সঙ্গে কাজ শুরু করা পচেত্তিনো জানান, তার প্রধান লক্ষ্য দলকে ঐক্যবদ্ধ রাখা।
“আমাদের প্রধান চাওয়া, একই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে যাওয়া। সবার মধ্যে অন্য সব কিছুর আগে ক্লাবের জন্য জেতার আগ্রহ তৈরি থাকতে হবে। আমরা মজবুত ভিতে গড়া শক্তিশালী একটি ক্লাব হতে চাই।”
বড়দিনের বিরতি শেষে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় সাঁত এতিয়েনের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচ দিয়েই নতুন ঠিকানায় মূল চ্যালেঞ্জ শুরু হবে পচেত্তিনোর।