এতদিন পর অস্ট্রেলিয়ায় স্মিথের সেঞ্চুরি!
Published : Saturday, 9 January, 2021 at 12:00 AM
২০১৯ সালের সেপ্টেম্বরে সবশেষ টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। ঘরের মাঠের প্রসঙ্গ এলে শেষবার তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন চার বছর আগে। খেলোয়াড়টি যখন স্টিভেন স্মিথ তখন এই পরিসংখ্যান বেশ বেমানান। অবশেষে লাল বলের ক্রিকেটে ব্যর্থতার বৃত্ত ভেঙে আবারও হাসলো অস্ট্রেলিয়ান তারকার ব্যাট। সিডনি টেস্টে সেঞ্চুরি পেয়েছেন স্মিথ। তার শতকে রক্ষা পেয়েছে ব্যাটিং বিপর্যয়ে পড়া স্বাগতিকরা। এরপর ব্যাটিংয়ে নামা ভারত পেয়েছে ভালো শুরু।
চাপের মধ্যে স্মিথ খেলেছেন ১৩১ রানের দুর্দান্ত এক ইনিংসে। তার লড়াকু ইনিংসে ভর দিয়ে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে অস্ট্রেলিয়া স্কোরে জমা করে ৩৩৮ রান। দারুণ বোলিংয়ে পর শুবমান গিলের দৃঢ়তায় ব্যাট হাতেও ভালো শুরু পেয়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে সফরকারীদের স্কোর ২ উইকেটে ৯৬। এখনও পিছিয়ে আছে ২৪২ রানে।
বৃষ্টি বিঘিœত প্রথম দিনটা ছিল অস্ট্রেলিয়ার। ২ উইকেটে করেছিল ১৬৬ রান। লাবুশেন ৬৭ রানে, আর স্মিথ দ্বিতীয় দিন শুরু করেছিলেন ৩১ রানে। দ্বিতীয় দিনের শুরুটাও মন্দ ছিল না। চমৎকার ব্যাটিংয়ে লাবুশেন এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ৯১ রানে তাকে থামতে হয় রবীন্দ্র জাদেজার বলে। ১৯৬ বলের ইনিংসটি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান সাজান ১১ বাউন্ডারিতে।
লাবুশেনের বিদায়ের পর এলোমেলো অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। আগের দুই টেস্টে ব্যাট হাতে যেভাবে ভুগেছে, সেই চিত্রই ফিরে আসে। ম্যাথু ওয়েড (১৩), ক্যামেরন গ্রিন (০) কিংবা অধিনায়ক টিম পেইন (১), কেউই কিছু করতে পারেননি।
তাদের আসা-যাওয়ার মিছিয়ে একপ্রান্ত আগলে রেখে দারুণ এক ইনিংস খেলেছেন স্মিথ। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি। ২০১৯ সালে অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে মহাকাব্যিক ডাবল সেঞ্চুরির পর এবারই প্রথম তিন অঙ্কের ঘরে পৌঁছালেন তিনি। ঘরের মাঠের হিসেবে সেঞ্চুরিটা এলো ২০১৭ সালের বক্সিং ডে টেস্টের পর। জাদেজার সরাসরি থ্রোতে রানআউট হওয়ার আগে তার খেলা ১৩১ রানের ইনিংসে মান রক্ষা হয়েছে অস্ট্রেলিয়ার। ২২৬ বলের ইনিংসটি সাবেক অধিনয়ক সাজান ১৬ বাউন্ডারিতে। এছাড়া মিচেল স্টার্কের ব্যাট থেকে আসে ২৪ রান।
ভারতের সবচেয়ে সফল বোলার জাদেজা। বাঁহাতি স্পিনার ৬২ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। আর ২টি করে উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরা ও নাভদীপ সাইনি।
সিডনি টেস্ট দিয়ে ফিরেছেন রোহিত শর্মা। আগের ম্যাচে আলো ছড়ানো গিলকে নিয়ে দারুণ শুরু করেছিলেন তিনি। তাদের ব্যাটে উদ্বোধনী জুটি থেকে ভারত পায় ৭০ রান। চোট কাটিয়ে ফেরা রোহিত দৃঢ়তা দেখালেও বেশিদূর যেতে পারেননি, ২৬ রান করে থামতে হয় জশ হ্যাজেলউডের বলে। গিল অবশ্য তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। যদিও ফিফটি করেই প্যাট কামিন্সের বলে প্যাভিলিয়নে ফিরেছেন ডানহাতি ওপেনার। ১০১ বলে ৮ বাউন্ডারিতে করেছেন ৫০ রান।
তার বিদায়ের পর দিনের বাকি সময়টা পার করে দিয়েছেন চেতেশ্বর পূজারা (৯*) ও অধিনায়ক আজিঙ্কা রাহানে (৫*)।