কানে হেডফোন থাকায় ট্রেনের হুইসেলও শুনতে পাননি রনি
Published : Wednesday, 20 January, 2021 at 12:00 AM
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায় কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় রনি আহমেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।নিহত রনি উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সোমবার সকাল ১১টার দিকে রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রনি কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে প্ল্যাটফরমের দিকে আসছিল। এ সময় রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন চলে আসে। ট্রেনের চালক বার বার হুইসেল বাজালেও তিনি শুনতে না পেয়ে রেললাইন দিয়ে হাঁটতে থাকেন।
ওসি বলেন, একপর্যায়ে ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে দুপুরেই তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় রাতে তার মৃত্যু হয়।