বুড়িচংয়ে কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর বার্ষিক সাধারণ সভা
Published : Wednesday, 20 January, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।। ‘দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ’ সমবায়ের উক্ত মূলমন্ত্রকে ধারণ করে আমাদের বৃহত্তর কুমিল্লায় সমবায়ের ভিত্তি স্থাপন করেন ড. আখতার হামিদ খাঁন। দশে মিলে যে কোন কঠিন কাজ ও খুব দ্রুত সহজে সম্পন্ন করা সম্ভব। দেশের উন্নয়নে সমবায়ের ভূমিকা উল্লেখ যোগ্য। বর্তমান সরকার সমবায় বান্ধব সরকার। দেশের উন্নয়ন অগ্রগতিকে আরো ত্বরান্বিত করতে সমবায়ের ভূমিকা অপরিসীম। উপরোক্ত কথাগুলো বলেন- সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি। তিনি মঙ্গলবার দুপুরে বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর ৪১ তম বার্ষিক সাধারণ সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোসাম্মৎ লাভলী আক্তার । বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. শরীফুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিআরডি কর্মকর্তা মো. রাসেল সারোয়ার। সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.মহিউদ্দীন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর সহ সভাপতি সুপার মো. সফিকুর রহমান ভুইয়া, বুড়িচং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আ: আউয়াল, বুড়িচং উপজেলা সমবায় অফিসার শাহনেয়াজ পারভিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ফাতেমা জোহরা, বীরমুক্তিযোদ্ধা মো. আ: ছালাম খন্দকার, সমবায়ী ব্যক্তিত্ব ও শ্রমিকলীগ সভাপতি ওবায়দুল হক লিটন, মো. ফরিদ মেম্বার প্রমুখ। এসময় উপজেলার ৯৯ টি বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।