সিসিএন তৃতীয় সেমিষ্টারে ভর্তির সুযোগ পাচ্ছেন এইচএসসি বিজ্ঞান, বিএম ও কারিগরী শিক্ষার্থীরা
Published : Thursday, 25 February, 2021 at 12:00 AM
আবুল কালাম আজাদ:- এইচএসসি পরীক্ষায় যে সকল শিক্ষার্থীগণ বিজ্ঞান, বিএম ও কারিগরী বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের তৃতীয় সেমিষ্টারে ভর্তির সুযোগ দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে কারিগরি শিক্ষাবোর্ড। যা আগামী ১০ মার্চ ২০২১ইং তারিখ পর্যন্ত কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের যে কোন ডিপার্টমেন্টে তৃতীয় সেমিষ্টারে ভর্তি হতে পারবেন।
তবে এইচএসসি পরীক্ষায় যারা বিজ্ঞান, বিএম ও কারিগরী বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে। তারা কুমিল্লা কোটবাড়ীতে অবস্থিত সিসিএন শিক্ষা পরিবারের অন্যতম প্রতিষ্ঠান সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান ১৫টি টেকনোলজির যে কোন একটিতে তৃতীয় পর্বে ভর্তির সুযোগ পাচ্ছেন। এছাড়াও শিক্ষার্থীরা এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান, বিএম ও কারিগরীসহ যে কোন বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে সিসিএন শিক্ষা পরিবারের আরেকটি প্রতিষ্ঠান সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিভাগে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ রয়েছে।তাই বলতে হচ্চে এইচএসসি বিজ্ঞান, বিএম ও কারিগরী বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা সিসিএন শিক্ষা পরিবার থেকে গ্রহণ করতে পারছেন ২টি সুযোগের যে কোন একটি। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ভর্তি হতে পারছেন চার বছর মেয়াদী বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এছাড়াও চার বছর মেয়াদী বিবিএ, ল, ইংরেজি, গণিত, বাংলা ও ইকোনোমিক্স-এ ¯œাতক (সম্মান) অধ্যায়নের সুযোগ রয়েছে। এ বিষয়ে সিসিএন শিক্ষা পরিবারে প্রধান কর্মাধ্যক্ষ মো: তারিকুল ইসলাম চৌধুরীর সাথে কথা বললে তিনি জানান, বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে সহজ ও সকলের কাছে পেীছাতেই এইচএসসি বিজ্ঞান, বিএম ও কারিগরী বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে তৃতীয় সেমিষ্টারে ভর্তির সুযোগ দিয়ে প্রজ্ঞাপন দিয়েছেন।কেননা সরকার উপলদ্ধি করতে পেরেছে যে,বর্তমান বিশ্বের সকল দেশগুলো কারিগরি শিক্ষার উপর নির্ভরশীল।
বর্তমান সরকারের ভিশন-২০৪১ উন্নত বাংলাদেশ গঠনে কারিগরী শিক্ষার বিকল্প কোনো কিছু নেই। তাই আমরা সিসিএন শিক্ষা পরিবারের মাধ্যমে কারিগরী শিক্ষার প্রসারে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি। বর্তমানে বিশ্বব্যাপি মহামারী করোনাকালে আমরা ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সসহ সকল সেক্টরে শিক্ষার্থীদের জন্য ছাড়ের সুযোগ রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।