ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আবু জাহেরকে শশীদল ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংবর্ধনা
Published : Thursday, 25 February, 2021 at 12:00 AM, Update: 25.02.2021 2:01:14 AM
ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আবু জাহেরকে শশীদল ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংবর্ধনাইসমাইল নয়ন ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শশীদল বিজিবি ক্যাম্প সংলগ্ন মাঠে শশীদল ইউনিয়নবাসীর প থেকে এক জমকালো অনুষ্ঠান ও ফুলেল শুভেচছার মধ্য দিয়ে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের বলেন, আমি মতার জন্য উপজেলা চেয়ারম্যান হই নাই। আমি চেয়ারম্যান হয়েছি ব্রাহ্মণপাড়াবাসীর সেবা করতে এবং আমার ভাই প্রয়াত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে। আমি আপনাদের সেবক হয়ে এসেছি সেবা করতে। আমি ও আমার পরিবার আপনাদের সেবক, উপজেলাবাসীর সুখে দুঃখে পাশে দাড়ানোই আমার মূল ল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আবুল কাসেম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সদস্য একে এম ইলিয়াস সরকার, উপজেলা আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শাহ আলম, জেলা মৎস্যজীবি লীগের আহবায়ক শাহ আলম, কুমিল্লা জজ কোর্টের সিনিয়র আইজীবি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ ফারুক, বীর বীক্রম আব্দুল মান্নান, সাবেক এমপি এডভোকেট আমীর হোসেনের পুত্র ক্যাপ্টেন (মেরিন) জিয়াউল হাসান মাহমুদ, শশীদল আলহাজ্ব আবু তাহের কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম, অধ্যক্ষ পিজিউল আলম, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক মনির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কামাল হোসেন ভূইয়া, মল্লিকা গ্রুপের পরিচালক আবু সাইব বাপ্পী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা শাহ আলম সরকার ডিলার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ই¯্রাফিল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলী হোসেন, আহবায়ক জাহিদুল হাসান পলাশ, বিশিষ্ট সমাজ সেবক আতিকুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান শরীফ প্রমুখ। অনুষ্ঠান শেষে এক জমকালো সাংকৃতিক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।