ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ৬ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা
Published : Thursday, 25 February, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬টি ইটভাটাকে ১৬ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  পরিবেশ অধিদপ্তরের ঢাকার এনফোর্সমেন্ট টিমের সহযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার ইটভাটায় ভ্রাম্যমান আদালত এই জরিমানা নগদ আদায় করে। পরিবেশ অধিদপ্তর কুমিল্লার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল ২৪ ফেব্রুয়ারি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর, ঢাকা'র এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, প্রসিকিউটর হিসেবে কুমিল্লা জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ রুনায়েত আমিন রেজা এবং কুমিল্লার উপ-পরিচালক জনাব শওকত আরা কলি এই অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলার হাড়িখোলায় মেসার্স সেলিম ব্রিকসকে  ২ লক্ষ টাকা, বুড়িচং উপজেলার কালাকচুয়ায়  মেসার্স নিউ হক ব্রিকসকে ৪ লক্ষ টাকা, সদর দণি উপজেলার বাতাবাড়িয়ায় মেসার্স কামাল ব্রিকসকে ৩ লক্ষ টাকা, চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুরের মেসার্স সোবহান ব্রিকসকে ২ লক্ষ ৩০ হাজার টাকা, একই উপজেলার সাহাপুরের  মেসার্স আর এম ব্রিকসকে  ৩লক্ষ টাকা, লালমাই উপজেলার হাজখোলায় মেসার্স নিউ ইউনাইটেড ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করে তা নগদ আদায় করা হয়।
পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।