ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল ছাত্রীর
Published : Thursday, 25 February, 2021 at 12:03 PM
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল ছাত্রীরনেত্রকোনার আটপাড়া উপজেলায় ব্যাটারিচালিত চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে আটপাড়া উপজেলার স্বল্প সুনুই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম ঝর্ণা আক্তার (১০)। সে বারহাট্টা উপজেলার ডেমুড়া গ্রামের নুরুজ্জামান মিয়ার কন্যা। ঝর্ণা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, ঝর্ণা আক্তার তার দাদির সঙ্গে নেত্রকোনা থেকে বাড়ি ফিরছিলেন। পথে অসতর্কতাবশত তার গলায় থাকা ওড়না চলন্ত ইজিবাইকের চাকায় প্যাঁচ লাগে। এতে সে গুরুতর আহত হলে দ্রুত তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার ওসি জাফর ইকবাল জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই শিশুর মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।