বৃদ্ধার মাথার উপর দিয়েই ট্রাক চালাল ড্রাইভার
Published : Thursday, 25 February, 2021 at 6:40 PM
ঢাকার কেরানীগঞ্জে একটি বালুবাহী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পড়েন সমর্থ বেগম (৭০) নামে এক বৃদ্ধা ও তার স্বামী। ট্রাক ড্রাইভার আর ব্রেক না করে সমর্থ বেগমের মাথার উপর দিয়েই চালিয়ে দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-নবাবগঞ্জ সড়কের কোনাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান টিটু বলেন, সমর্থ বেগম ও তার স্বামী মজিদ বেপারি কোনাখোলা সড়ক দিয়ে অটোরিকশায় কালিন্দীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ডায়মন্ড মেলামাইন কারখানার সামনে গেলে পেছন থেকে একটি বালুর ট্রাক অটোরিকশাটি ধাক্কা দিলে তারা দুজন সড়কে ছিটকে পড়েন।
ট্রাকের ডাইভার গাড়ি না থামিয়ে বৃদ্ধার মাথার উপর দিয়ে উঠিয়ে দিলে সেখানেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে ড্রাইভার গাড়ি রেখে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে। আহত অবস্থায় সমর্থ বেগমের স্বামীকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, চালককে আটকের পাশাপাশি বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়েজামাই বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন। সেই মামলায় চালককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।