ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাপানি শিল্পীর কণ্ঠে বাংলার গান
Published : Saturday, 20 March, 2021 at 8:59 PM
জাপানি শিল্পীর কণ্ঠে বাংলার গান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আয়োজিত দশ দিনব্যাপী অনুষ্ঠানমালার চতুর্থ দিনের থিম ‘তারুণ্যের আলোক শিখা’। বৃহস্পতিবার (২০ মার্চ) এই থিমে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে। অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে জাপানের সাংস্কৃতিক অনুষ্ঠান, ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যের ওপর টাইটেল অ্যানিমেশন ভিডিও, সমসাময়িক শিল্পীদের পরিবেশনায় বঙ্গবন্ধুর পছন্দের গান, থিমেটিক কোরিওগ্রাফি এবং দুই প্রজন্মের শিল্পীদের মেলবন্ধনে মিশ্র সংগীত পরিবেশন করা হচ্ছে।

এর মধ্যে সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চে গান নিয়ে আসেন জাপানের দুই শিল্পী। বাংলায় তারা গেয়ে ওঠেন ‘ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা....’।

এ গানের সঙ্গে সুর মিলিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাত তালি দিয়ে উৎসাহও দিয়েছেন।