ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাপানে সুনামি সতর্কতা প্রত্যাহার
Published : Saturday, 20 March, 2021 at 9:01 PM
জাপানে সুনামি সতর্কতা প্রত্যাহার জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরই এ অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর ডেইলি সাবাহ এর।

জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ৯ মিনিটে দেশটির উত্তর-পূর্ব উপকূলে এটি আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় মিয়াগি অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের গভীরতা ছিল ৬০ কিলোমিটার। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি পূর্বাভাস দেয়া হয়েছে।
দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, সমুদ্রের ঢেউ এক মিটার পর্যন্ত উঁচু হতে পারে। সুনামির ব্যাপারে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

উল্লেখ্য, জাপানের উত্তর-পূর্ব অঞ্চলে ২০১১ সালে আঘাত হানা ভয়াবহ সুনামির ১০ম বার্ষিকীর মধ্যেই এই দুর্যোগের ঘটনা ঘটলো। তখন ৯ মাত্রার এক ভূমিকম্পের পর বিধ্বংসী এক সুনামিতে ফুকুশিমার পরমাণু শক্তিকেন্দ্র বিধ্বস্ত হয়।