ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, মাঝে পড়ে ভ্যানচালক নিহত
Published : Thursday, 15 April, 2021 at 1:44 PM
ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, মাঝে পড়ে ভ্যানচালক নিহতগোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষের সময় মাঝে পড়ে এক ভ্যান চালকের প্রাণ গেছে।

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারাশী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান।

নিহত ফুরু শেখ (৫৫) উপজেলার হিরণ ইউনিয়নের তারাশী গ্রামের হামেদ শেখের ছেলে।

ওসি বলেন,“গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কোটালীপাড়া থেকে ছেড়ে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মাঝে পড়ে ভ্যানচালক ফুরু আহত হন।”

তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করার পর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফুরু মারা যান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও অ্যাম্বুলেন্সটি আটক করা হয়েছে।