ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কর্ণফুলী নদীতে যাত্রীবাহী নৌকা বিকল, নিখোঁজ ১
Published : Thursday, 15 April, 2021 at 1:57 PM
কর্ণফুলী নদীতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা বিকল হওয়ার ঘটনায় এক যাত্রী নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘অতিরিক্ত যাত্রী বোঝাই করে কর্ণফুলী নদী পারাপারের সময় ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় আতঙ্কিত হয়ে নৌকা থেকে ৫ যাত্রী নদীতে লাফ দিয়েছেন বলে জানিয়েছেন অপর যাত্রীরা। তাদের মধ্যে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। অপরজন এখনও নিখোঁজ রয়েছেন। তার নাম পরিচয় এখন পর্যন্ত পাওয় যায়নি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

উদ্ধার চার জন হলেন ডাঙ্গার চর ১ নম্বর ওয়ার্ডের মো. আলমগীর (২৩), সবজি বিক্রেতা মো. বেলাল (২৫), বন্দর শ্রমিক জুলধার বাসিন্দা মোট রফিক এবং ওয়ার্কশপ শ্রমিক মো. মুন্না।