ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভুয়া এনআইডি তৈরি চক্রের তিন সদস্য আটক
Published : Thursday, 6 May, 2021 at 8:14 PM
ভুয়া এনআইডি তৈরি চক্রের তিন সদস্য আটক চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও অন্যান্য গুরুত্বপূর্ণ জাল সনদ তৈরি চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব।

বুধবার (৫ মে) থানার আগ্রাবাদ ও দেওয়ানহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. ইমরান (২৭), মো. হোসাইন (২২) ও মো. বেলাল হোসেন টিপু (৩৩)।

র‌্যাব জানায়, আগ্রাবাদ ও দেওয়ানহাট এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ওয়ারিশ সনদ ও ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করা হচ্ছে- এমন অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কিছু ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।

চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক মিডিয়া নুরুল আবছার বলেন, ‘গোপন সূত্রে সংবাদ পেয়ে ভুয়া সনদ তৈরি চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছেন। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।’