৩ ম্যাচ নিষিদ্ধ সাকিব
Published : Sunday, 13 June, 2021 at 12:00 AM
‘অক্রিকেটীয়
আচরণের’ পর শুক্রবার রাতেই ক্ষমা চেয়েছিলেন সাকিব আর হাসান। যদিও ক্ষমা
চেয়ে বাঁচতে পারলেন না এই অলরাউন্ডার। শাস্তি পেতেই হলো। ‘বাজে’ আচরণে ৩
ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। সঙ্গে গুণতে হবে ৫ লাখ টাকার জরিমানা।
গতকাল (শনিবার) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।
সাকিবের
শাস্তি প্রসঙ্গে কাজী ইনাম জানিয়েছেন, ম্যাচের দুই আম্পায়ার ইমরান পারভেজ ও
মাহফুজুর রহমান এবং ম্যাচ রেফারি মোরশেদুল আলমের রিপোর্টের ভিত্তিতে এই
শাস্তি দিয়েছে সিসিডিএম। সাকিবের ঘটনা আচরণ বিধির ‘লেভেল থ্রি’ পর্যায়ের
অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। যার ফলে তিন ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে ৫
লাখ টাকা জরিমানা করা হয়েছে এই অলরাউন্ডারকে। একই সঙ্গে সাকিব দোষ স্বীকার
করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।সিসিডিএম চেয়ারম্যানের বক্তব্য,
“খেলা শেষে আমরা অপেক্ষা করছিলাম ম্যাচ রেফারির রিপোর্টের। সেই রিপোর্ট
আমরা পেয়েছি। গতকালের (শুক্রবার) ম্যাচে দুটি ঘটনা ছিল। একটা ৪.৬ ওভারে-
একটা আপিলের, সে আপিলের রিঅ্যাকশনে সাকিব আল হাসান লাথি মেরে উইকেট ভেঙে
দিয়েছিলেন। আরেকটা ৫.৫ ওভারে, আম্পায়ার যখন কাভার ডেকেছিল, তখন তিনি
স্টাম্প তুলে ফেলে দিয়েছিলেন। এ দুটো ঘটনা ‘লেভেল থ্রি’ পর্যায়ের অপরাধ। এই
অপরাধে সাকিবকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই
ঘটনা এখানেই শেষ।”
শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে
আবাহনী-মোহামেডান ম্যাচে মেজাজ হারিয়ে ‘অক্রিকেটীয় আচরণের’ শাস্তি হিসেবে
নিষিদ্ধ হলেন সাকিব। আবাহনী ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে মুশফিকুর রহিমকে
আউট না দেওয়ায় মোহামেডান সাকিব স্টাম্প লাথি মেরে মাটিতে ফেলে দেন। পরের
ওভারে আম্পায়ার বৃষ্টির কারণে মাঠ কাভার দিয়ে ঢাকার নির্দেশ দিলে আরও
ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এবার তিনটি স্টাম্প উপড়ে আছাড় মারেন। এমন ঘটনার পর
মাঠের বাইরেও সেটি নিয়ে বেশ কিছু সময় উত্তেজনা বিরাজ করেছে।