পুনরায় শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শুক্রবার কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে ১০ উইকেটে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। ম্যাচে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেলকে।
কোয়েটার হয়ে এটিই ছিল রাসেলের প্রথম ম্যাচ। ব্যাটিংয়ে নেমেই ইসলামাবাদের পেসার আবু মুসাকে দুই বলে দুটি ছক্কা মেরে ঝড়ের আভাস দিয়েছিল তার ব্যাট।
পরের বলে পুল করতে গিয়ে ব্যাটে লাগাতে পারেনি রাসেল। বল তার হেলমেটে কান বরাবর আঘাত করে। সঙ্গে সঙ্গে উইকেট থেকে সরে গিয়ে বসে পড়েন তিনি।
পরে ফিজিওর প্রাথমিক চিকিৎসার পর উঠে দাঁড়ান। ৬ বলে ১৩ রান করে আউট হন রাসেল। ইনিংসের পর ড্রেসিংরুম থেকে স্ট্রেচারে করে নিয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয় এ অলরাউন্ডারকে। পাঠানো হয়েছে হাসপাতালে। তার মাথায় স্ক্যানও করা হয়েছে। কনকাশন-সাব হিসেবে রাসেলের জায়গায় খেলেছেন নাসিম শাহ।