ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উইম্বলডন জিতে ফেদেরার-নাদালের পাশে জোকোভিচ
Published : Tuesday, 13 July, 2021 at 12:00 AM
নতুন উচ্চতায় উঠে গেলেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ। রজার ফেদেরার, রাফায়েল নাদালের মতো তারও গ্র্যান্ড স্লাম শিরোপা এখন যৌথ সর্বোচ্চ ২০টি। রবিবার উইম্বলডন ফাইনালে জোকোভিচ শুরুতে পিছিয়ে পড়েও ইতালির মাত্তেও বেরেত্তিনিকে হারান ৬-৭, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে। এ বছর প্রথম তিন গ্র্যান্ড স্লামের সবটাতেই জিতেছেন র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা জোকোভিচ।
টেনিস ইতিহাসে পঞ্চম আর উন্মুক্ত যুগে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বছরের প্রথম তিন গ্র্যান্ড স্লামের সবটাই জেতার নজির এখন তার। জোকোভিচকে শুভেচ্ছা জানিয়ে রজার ফেদেরার বলেছেন, ‘২০তম গ্র্যান্ড স্লাম জেতায় অভিনন্দন জোকোভিচ।’
জোকোভিচের হাতছানি আছে আরো কীর্তি গড়ার। সব শেষ ১৯৬৯ সালে বছরের চার গ্র্যান্ড স্লামের সবটাই জিতেছিলেন রড লেভার। ইউএস ওপেন জিতলে তার পাশে বসবেন জোকোভিচ। শুধু তা-ই নয়, অলিম্পিকের সোনা জিতলে গড়বেন ‘গোল্ডেন স্লাম’-এর কীর্তিও। ১৯৮৮ সালে একমাত্র খেলোয়াড় হিসেবে বছরের চার গ্র্যান্ড স্লামের পাশাপাশি অলিম্পিক জিতে এই রেকর্ড গড়েছেন স্টেফি গ্রাফ। জোকোভিচ পারবেন কি তার মাইলফলক স্পর্শ করতে?