বীরের বেশে দেশে ফিরলেন মেসিরা, আর্জেন্টিনা এখন ‘উৎসবের দেশ’
Published : Tuesday, 13 July, 2021 at 12:00 AM
লিওনেল
মেসির উত্থান-পতন খুব কাছ থেকে দেখেছেন স্ত্রী আন্তনেল্লা রোকুজ্জো। সবসময়
আর্জেন্টাইন তারকার ছায়া হয়ে সঙ্গে মিশে ছিলেন তিনি। কাব ক্যারিয়ারে মেসির
অর্জন নিয়ে সময়ই গর্ব করেন রোকুজ্জো। তবে আর্জেন্টিনার জার্সিতে মেসির
শূন্য হাত কখনোই পছন্দ করতেন না তিনি। অবশেষে তার সেই আপে ঘুচল।
এবারের
কোপা জিতে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি
মেসি হাসি ফুটিয়েছেন নিজ পরিবারেও। তাইতো দেশে ফেরার পর রোকুজ্জোর তাকে
অভিবাদন জানানোর তর সইছিল না। ব্রাজিল থেকে রবিবারই দেশে ফেরেন মেসিরা।
বিমানবন্দরে হাজির হয়ে গিয়েছিলেন রোকুজ্জো। মেসিকে সামনে পেয়ে দৌঁড়ে কোলে
উঠে যান। প্রিয় মানুষকে কাছে পেয়ে আত্মহারা রোকুজ্জো, চুমু এঁকে দেন জাতীয়
বীরকে।
দীর্ঘ ২৮ বছরের খরা কেটে যাওয়াই আর্জেন্টিনায় উৎসব চলছে।
বিমানবন্দর থেকে মেসিদের তোলা হয় ‘চ্যাম্পিয়ন’ লেখা দুটি বাসে। সেই বাসে
করে পুরো বুয়েন্স আয়ার্স প্রদণি করেন মেসিরা। পথের ধারে দাঁড়িয়ে হাজার
হাজার মানুষ অভিনন্দন জানালেন মেসিদের। তবে সেই আনন্দের দিনে তারা ভুলে
যাননি দিয়েগো ম্যারাডোনাকে। ফুটবল ঈশ্বরের ছবি নিয়েই আনন্দ-উৎসব করছেন
আর্জেন্টাইনরা। ২৮ বছরেন দুঃখ ভুলে গিয়ে আর্জেন্টিনা এখন পরিণত হয়েছে
উৎসবের দেশে।