ভারতের বোর্ডে প্রথম ইনিংসে মোটামুটি ভালো একটা পুঁজি আছে, ৩৬৪ রানের। জবাব দিতে নামা ইংল্যান্ডের ২৩ রানের মধ্যে ২ উইকেট তুলে নিয়ে রীতিমত আকাশে ভাসছিল বিরাট কোহলির দল। তারপর জো রুট আর ররি বার্নসের ৮৫ রানের জুটি।
প্রতিরোধ গড়া ররি বার্নসকে (৪৯) দ্বিতীয় দিনের শেষ সময়ে ফিরিয়ে ইংলিশদের ওপর ফের চাপ বাড়িয়েছিল ভারত। ৩ উইকেটে ১১৯ রান দিয়ে দিন শেষ করে স্বাগতিক দল।
কিন্তু লর্ডস টেস্টে তৃতীয় দিনে এসে উল্টো ভারতকে চাপে ফেলে দিলেন রুট আর জনি বেয়ারস্টো। আজ প্রথম সেশনে তাদের প্রতিরোধে একটি উইকেটও পাননি ভারতীয় বোলাররা।
যদিও দ্বিতীয় সেশনের শুরুতেই কিছুটা স্বস্তি ফিরিয়েছেন মোহাম্মদ সিরাজ। আউট করেছেন বেয়ারস্টোকে (৫৭)। ভারতীয় পেসারের বলে পুল খেলতে গিয়ে স্লিপে বিরাট কোহলির ক্যাচ হয়েছেন বেয়ারস্টো, তাতেই ভেঙেছে ১২১ রানের জুটিটি।
তবে সঙ্গী হারালেও ক্যারিয়ারের ২২তম এবং লর্ডসে নিজের চতুর্থ সেঞ্চুরিটি তুলে নিতে ভুল করেননি রুট। একদম টেস্ট মেজাজে খেলে ২০০ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন ইংলিশ দলপতি, যে ইনিংসে ৯ বাউন্ডারি হাঁকান তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৪৩ রান। রুট ১০৬ আর জস বাটলার ৩ রানে অপরাজিত আছেন। ভারতের প্রথম ইনিংস থেকে ইংলিশরা পিছিয়ে ১২১ রানে।