ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
Published : Thursday, 14 October, 2021 at 12:00 AM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।
বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফুটপাতের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অভিযানে হাইওয়ে পুলিশকে সহায়তা করেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও আনাসার বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর মো. মশিউর বলেন, মহাসড়কের পাশে সরকারি জায়গায় কোনো অবৈধ স্থাপনা কিংবা দোকানপাট বসতে দেওয়া হবেনা। কাউকে চাঁদাবাজি করার সুযোগও দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট গড়ে উঠায় যানজট সৃষ্টি এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে।