অধিভুক্ত কলেজগুলোকে সততার সঙ্গে অর্থ ব্যয়ের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের
Published : Thursday, 14 October, 2021 at 12:00 AM
উন্নয়ন-অনুদান পাওয়া অধিভুক্ত কলেজগুলোকে সততার সঙ্গে অর্থ ব্যয় করার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) এক কর্মশালায় এ নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
বুধবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আইডিজি (প্রাতিষ্ঠানিক উন্নয়ন অনুদান) ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এই নির্দেশনা দেন।
উপাচার্য বলেন, ‘সরকারি যেকোনও অর্থ সততার সঙ্গে ব্যয় করতে হবে। সিইডিপির আওতায় আইডিজি গ্র্যান্টপ্রাপ্ত কলেজগুলোকে অত্যন্ত সততা এবং নিষ্ঠার সঙ্গে অর্থ ব্যয় করতে হবে। একটি অর্থও যেনো অপচয় না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারি যেকোনও প্রকল্পের অর্থ অত্যন্ত স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে ব্যয় করা প্রয়োজন।’
উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষার মানোন্নয়নের জন্য এই প্রথম কোনও প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যাতে শিক্ষকদের দেশে-বিদেশে প্রশিক্ষণ এবং কলেজে বিভিন্ন শিক্ষা উপকরণ সরবরাহের জন্য অনুদানের ব্যবস্থা রয়েছে। অদূর ভবিষ্যতে শিক্ষকদের গবেষণার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকার সমন্বিতভাবে আরও শিক্ষা ও গবেষণামূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করবে।’