নিরাপদ সড়ক চাই দাউদকান্দি আহ্বায়ক কমিটি ঘোষণা
Published : Friday, 15 October, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন, দাউদকান্দি ||
নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নিসচা'র কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা কাকরাইল নিসচা কার্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন কমিটির কাগজ দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেনের হাতে তুলে দেন। এসময় নিসচা'র কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আসাদুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয় উপস্থিত ছিলেন।
আগামী দুই বছর মেয়াদী ৩৩ সদস্য বিশিষ্ট কমিটিতে লিটন সরকার বাদল আহ্বায়ক ও আলমগীর হোসেনকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক এস. এম. মিজান, যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ দিদার, সম্মানিত সদস্য এম. এ মতিন, আলী আশরাফ খান, মো: হান্নান সরকার, মো: সফিকুল ইসলাম, মো: মোজাম্মেল হক, মো: শাহীন চৌধুরী, মোসাম্মৎ সেলিনা আকতার, শ্যামল মিত্র রায়, ইঞ্জি: হেলাল উদ্দিন সিকদার, মো: সাইফুল ইসলাম স্বপন, তুষার কান্তি ঘোষ, নারায়ণ বনিক, অলি উল্লাহ ফকির, মো: হানিফ খান, মাহমুদুল হাসান বাবু, শফিউল বাশার সুমন, মো: নাজমুল আলম, সাইদুল ইসলাম, মো: তারিকুল ইসলাম, শাহজালাল সরকার সাজু, মো: ইব্রাহিম সরকার রাসেল, মো: আবুল হাসান ফারুক, মো: জসিম উদ্দিন জয়, মো: সোহেল মিয়া, ফরহাদ আহম্মেদ, মো: ইব্রাহিম খলিল, হাবিবুল বাশার, মো: রাসেল মোল্লা ও মো: জাহিদ আলম ইমন।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শহীদুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক এবং দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এসও ফয়েজ আহমেদ।
কমিটির পৃষ্ঠপোষকগণ হলো, বিশিষ্ট ব্যবসয়ী মো: জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: কামাল উদ্দিন, দাউদকান্দি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মালীগাওঁ ৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আল-আমিন মিয়াজী, সূচনা ক্যাবল নেটওয়ার্ক এর পরিচালক নূর মোহাম্মদ শাহজালাল, বিশিষ্ট পরিবহন ব্যবসয়ী মো: শাহজালাল ও ব্যবসায়ী মো: সাইফুল ইসলাম।
এদিকে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।