আশুলিয়ায় ধারালো অস্ত্র দিয়ে বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে শিমুলিয়া এলাকার ফকিরবাড়ি গ্রামে নুর মোহাম্মদ (৬৮) খুন হন। ঘটনার পর থেকে ছেলে আফাজ উদ্দিন (৩৫) পলাতক রয়েছেন। তবে স্বজনরা বলছেন অভিযুক্ত ছেলে মানসিক ভারসাম্যহীন।
নিহতের পারিবার ও পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন হওয়ায় প্রতিরাতে ছেলেকে নিয়ে নিজের কাছে রাখতেন নুর মোহাম্মদ। মঙ্গলবার ভোরে নুর মোহাম্মদের ঘর থেকে গোঙানির শব্দ আসে। পরিবারের সদস্যরা কক্ষে প্রবেশ করে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মানসিক ভারসাম্যহীন ছেলে বাড়ি থেকে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই কাউসার হামিদ। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।