কুয়েত নয়, উজবেকিস্তানে খেলবে বাংলাদেশ
Published : Wednesday, 20 October, 2021 at 12:00 AM
এএফসি
অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ। ‘ডি’
গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে সৌদি আরব, কুয়েত ও উজবেকিস্তান। শুরুতে কুয়েত
ছিল ভেন্যু। কিন্তু করোনাভাইরাসের বিধিনিষেধে কুয়েতে এখন এই পর্বের খেলা
হচ্ছে না। নতুন ভেন্যু উজবেকিস্তান।
আগামী ২৭ অক্টোবর শুরু হবে বাছাইয়ের
গ্রুপ পর্ব। উদ্বোধনী ম্যাচেই কুয়েতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৩০ অক্টোবর
স্বাগতিক উজবেকিস্তানের মুখোমুখি হয়ে ২ নভেম্বর পরের ম্যাচে লাল-সবুজ
জার্সিধারীদের প্রতিপক্ষ সৌদি আরব।
এরই মধ্যে মারুফুল হকের অধীনে
অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। দুই-একদিনের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করার কথা
আছে। এই প্রাথমিক দলে আছেন ইংল্যান্ড প্রবাসী ইউসুফ জুলকারনাইন হক।