বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড
Published : Friday, 22 October, 2021 at 12:00 AM
পাপুয়া নিউগিনিকে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার মাসকাটে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৮১ রান তোলে মাহমুদউল্লাহ রিয়াদের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। জবাবে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় পিএনজি।
বিশ্বকাপে এতদিন ধরে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২ উইকেটে ১৮০ রান। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ধর্মশালায় এই সংগ্রহ করেছিল বাংলাদেশ। ৬৩ বলে ১০ চার ৫ ছক্কায় অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। ক্রিকেট সার্কিট থেকে হারিয়ে যাওয়া সাব্বির রহমানও সেদিন খেলেছিলেন ২৬ বলে ৪৪ রানের ইনিংস।
টাইগারদের আজকের সংগ্রহে বড় অবদান রেখেছেন সাইফউদ্দিন। ইনিংসের দ্বিতীয় বলে নাঈম 'ডাক' মেরে ফিরলেও সাকিব-লিটনের পঞ্চাশ রানের জুটি দলের ভিত গড়ে দেয়। সাকিব করেন ৩৭ বলে ৪৬। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ ২৮ বলে ৫০ রান করে স্কোরটা আরও এগিয়ে দেন। শেষ ওভারের শেষ তিন বলে ৬, ৬ ও ৪ মেরে বাংলাদেশকে এই রেকর্ড স্কোর এনে দেন সাইফউদ্দিন।