ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ মারিও লেমোস
Published : Friday, 22 October, 2021 at 12:00 AM
আবাহনী লিমিটেডের পর্তুগিজ কোচ মারিও লেমোসকে বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য চার জাতির টুর্নামেন্টে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন লেমোস। জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘আবাহনীর কোচ ম্যারিও ল্যামোসকে আমরা শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য চার জাতির টুর্নামেন্টের জন্য প্রধান কোচের দায়িত্ব দিয়েছি। আশা করছি আজকের মধ্যেই তিনি ভিসা পাবেন এবং খুব শিগগির বাংলাদেশে ফিরবেন।’
অস্কার ব্রুজোনের অধীনে সাফ চ্যাম্পিয়নশিপে খেলে এসেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছিল, চার জাতির টুর্নামেন্টেও তাকেই কোচ হিসেবে রাখা হবে। তবে বাফুফে এই টুর্নামেন্টে বাংলাদেশের দায়িত্ব তুলে দিল লেমোসের হাতে।
আগামী ২৫ অক্টোবর থেকে ওই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল ক্যাম্প শুরু করবে। চার জাতির প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপক্ষে টুর্নামেন্ট চলবে আগামী ৮ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত।