বার্সেলোনার স্বস্তির জয়
Published : Friday, 22 October, 2021 at 12:00 AM
চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়ে বার্সেলোনা। নিজেদের তৃতীয় ম্যাচে দায়নাভো কিয়েভের বিপক্ষে জয় পায় কাতালানরা। জেরার্ড পিকের গোলে বার্সেলোনা ১-০ গোলে হারিয়েছে ইউক্রেনের কিয়েভকে। 'ই' গ্রুপে তিন ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছে বার্সেলোনা। দায়নাভো কিয়েভ সমান ম্যাচে এক পয়েন্ট নিয়ে তলানিতে।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দায়নাভো কিয়েভকে চাপে রাখে বার্সেলোনা। একের পর এক আক্রমণ করার পর বিরতির আগেই এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৩৫তম মিনিটে ভালো পজিশনে বল পেয়ে গোলরক্ষক বরাবর শট মেরে হতাশ করেন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার দেস্ত। পরের মিনিটেই জেরার্ড পিকের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা হল ১৬। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে আর কোন ডিফেন্ডার এত গোল করতে পারেনি।
বিরতির পরেই ছন্দ হারায় বার্সা। ম্যাচের ৫৩তম মিনিটে বদলি নামা আনসু ফাতি ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন। বুশচান পজেশন হারালে বল পেয়ে মেমফিস পাস দেন তরুণ ফরোয়ার্ডকে। কিন্তু তার হেড লক্ষ্যে ছিল না। বাকি সময় আরও সুযোগ পেলেও আক্রমণ ভাগের ফুটবলাররা কাজে লাগাতে পারেনি। ফলে জেরার্ড পিকের একমাত্র গোলেই কাতালানদের জয় নিশ্চিত হয়।