রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুরে ট্রাকচাপায় সিরাজুল ইসলাম (৫০) নামে এক মোটরবাইক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোপালপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বাড়ি রাজশাহী মহানগরীর মোন্নাফের মোড় এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বিকেলে সিরাজুল ইসলাম ও তার ভাইয়ের ছেলে মজিবর রহমান মোটরসাইকেলে রাজশাহী অভিমুখে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। উপজেলা থেকে রাজশাহী যাওয়ার সময় প্রথমে তাদের মোটরসাইকেলের চাকা ড্রেনের মধ্যে পড়ে যায়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজনই রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় একটি বেপরোয়া ট্রাক সিরাজুল ইসলামকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মজিবর রহমান আহত হন। পরে স্থানীয়রা ছুটে গিয়ে হতাহতদের সড়কের ওপর থেকে সরিয়ে নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানান গোদাগাড়ী থানার ওসি।