Published : Wednesday, 24 November, 2021 at 12:00 AM, Update: 24.11.2021 1:53:45 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে দুই হোটেল ও এক মিষ্টি ব্যবসায়িকে ১২ হাজার পাঁচশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজ । আদালত সূত্রে জানা গেছে, বাগমারা বাজারের হোটেল ও মিষ্টি কারখানায় ময়লা আবর্জনা, মাছি সহ পচা,বাশি খাবার থাকায় ১২ হাজার ৫শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারায় এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজ জানান, উপজেলার বাগমারা বাজারে খাবার হোটেল ও মিষ্টি কারখানার পরিবেশ নোংরা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর দুটি দোকানে স্বাস্থ্য সম্মত পরিবেশ না থাকায় দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়েছে। উপজেলার সকল বাজারে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।