ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গুলিতে নিহত কাউন্সিলর সোহেলের দাফন সম্পন্ন
Published : Wednesday, 24 November, 2021 at 12:00 AM, Update: 24.11.2021 1:54:39 AM
গুলিতে নিহত কাউন্সিলর সোহেলের দাফন সম্পন্ননিজস্ব প্রতিবেদক: নিজ এলাকা কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ডবাসীসহ হাজরো মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় নিয়েছেন কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানের মেয়র এবং ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেলের জানাজা গতকাল মঙ্গলবার বাদ যোহর নগরীর পাথুরিয়া পাড়া কেন্দ্রিয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পাথুরিয়াপাড়া কবরস্থানে তাঁর মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। জানাজার নামাজ পড়ান কাউন্সিলরের ছেলে সৈয়দ মোঃ নাদিম। জানাজা পূর্ব বক্তব্যে সৈয়দ নাদিম তার বাবার হত্যাকারীদের সুষ্ঠু বিচার দাবী করেন। অপর দিকে নিহত কাউন্সিলরের সহযোগী হরিপদ সাহার মরদেহ সকাল এগারোটায় টিক্কারচর শশ্মানে সৎকার করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্ত শেষে সুজানগর এলাকায় নিজ বাড়িতে পাঠানো হয় কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহার মরদেহ। কাউন্সিলর সোহেলের মরদেহ তার সুজানগরের বাসায় নিয়ে আসার পর স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। পাড়া প্রতিবেশীরাও ভিড় জমায় সোহেলের বাড়ির আশেপাশে। অশ্রুসিক্ত চোখে কাউন্সিলরকে বিদায় জানান প্রতিবেশী নারী পুরুষেরা।
গতকাল দুপুরে নগরীর পাথুরিয়া পাড়া কেন্দ্রিয় ঈদগাহ মাঠে জানাযায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা পরিষদের প্যানেল মেয়র আব্দুল্লা আল মাহমুদ সহিদ, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারন সম্পাদক আতিক উল্লাহ খোকন, নিহতের ছেলে হাফেজ সৈয়দ মোহাম্মদ নাদিম, ছোট ভাই রোমান হাসানসহ অন্যান্যরা। বক্তারা সোহেল ও হরিপদ হত্যার দ্রুত আসামী গ্রেপ্তার ও বিচার দাবী করেন।
এসময় সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে মরহুমের প্রতি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন।
উল্লেখ্য, গত সোমবার কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ডের সুজানগরে কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেলের নিজ কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা এলোপাথারি গুলি চালিয়ে হত্যা করে কাউন্সিলর সোহেল এবং তার সহযোগী হরিপদ সাহাকে। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরো অন্তত ৪ জন। মোটর সাইলে এসে হামলার পর দুর্বৃত্তদের ১০/১৫ জনের দলটি এলাকায় ককটেল ও ফাঁকা গুলি করে আতংক ছড়িয়ে পালিয়ে যায়। যাবার আগে গুলিবিদ্ধ সোহেল ও তার সহাযোগীদের ভেতরে রেখে অফিসের শাটার লাগিয়ে দেয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পরে স্থানীয়রা এসে গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিকেলে নেয়ার প্রায় ৪ ঘন্টা পর কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক জানান, কাউন্সিলর সোহেল ও তার সহাযোগী মৃত্যুবরণ করেছেন। বাকী চিকিৎসাধীন ৪ জন আশংকামুক্ত। তিনি আরো জানান, কাউন্সিলর সোহেলের দেহে ৯টি গুলিবিদ্ধ হয় এবং হরিপদ সাহার পেটে গুলি বিদ্ধ হয়ে তারা মৃত্যুবরন করেন।