ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জোড়া খুনের ঘটনায় মামলা হয়নি, নেই গ্রেপ্তারও
Published : Wednesday, 24 November, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যার ঘটনায় কোন মামলা হয় নি। গতকাল রাত ১১টা পর্যন্ত মামলা রেকর্ড না হবার বিষয়টি জানিয়েছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম। এ ঘটনায় আটক কিংবা গ্রেপ্তারও নেই কেউ। তবে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার জানান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, মামলার আগেই ঘটনাটিকে সুচারু ভাবে তদন্ত করছে পুলিশের একাধিক দল। তারা বিভিন্ন আলামত জব্দ করার পাশাপাশি জিজ্ঞাসাবাদ ও তথ্যসংগ্রহের মাধ্যমে দ্রুত তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত আসামী শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
এদিকে কাউন্সিলর সোহেলের জানাজায় বক্তব্য রাখার সময় এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবী করেন কাউন্সিলরের পরিবারের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তব্যে কাউন্সিলর সোহেলের ছেলে সৈয়দ মোঃ নাদিম প্রশাসনের কাছে দাবী জানান, আসামীদের শানক্ত করে দ্রুত গ্রেপ্তারের।
কাউন্সিলর সোহেলের ছোট বেলার বন্ধু ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল বলেন, প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাই তারা যেন দ্রুত সময়ের মধ্যে সোহেলের খুনীদের গ্রেপ্তার করেন। কুমিল্লাবাসীর কাছেও অনুরোধ তারা যেন সোহেলকে ভালোবেসে মনে রাখেন।
কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত বলেন, সোহেল এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে তা কল্পনাও করিনি। সবাইকে ধৈয্য ধরতে হবে।  আমরা আশা করছি প্রশাসন খুব দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেপ্তার করবে। কুমিল্লা সদর আসনের সংসদ আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার আমাদের মাধ্যমে সবার খোঁজ খবর রাখছেন।
এদিকে মঙ্গলবার সকালেও কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহার ময়নাতদন্ত চলাকালীন সময়ে কুমিল্লা মেডিকেল কলেজের আঙিনায় ভিড় জমায় ১৭নং ওয়ার্ডের এলাকাবাসী। এসময় তারা সাংবাদিকদের কাছে জানান, পুরো এলাকাবাসীর এখন শুধু একটাই দাবী সোহেল কাউন্সিলর ও হরিপদ সাহার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার।