বেতন ভাতা পরিশোধের শর্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় দীর্ঘ সাড়ে চার ঘন্টা পর অবরোধ তুলে নেয় পোশাক কারখানার শ্রমিক কর্মচারীরা।
বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে মহাসড়কের কুমিল্লার চান্দিনার বেলাশহর এলাকায় শুরু হওয়া অবরোধ শেষ হয় দুপুর ১টা ৪০ মিনিটে।
চান্দিনার ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ নামের ওই পোশাক কারখানা থেকে পুলিশ জেনারেল ম্যানেজার (প্রশাসন) হাবিবুর রহমানকে মহাসড়কে ডেকে অবরোধ স্থলে আনেন। পরে তিনি মালিক পক্ষের সাথে আলোচনা করে আগামীকাল (বৃহস্পতিবার) এর মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার প্রতিশ্রতি দিলে দুপুরে ১টা ৪০ মিনিটে অবরোধ তুলে নেয় শ্রমিক- কর্মচারীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান।
দীর্ঘ প্রায় পৌঁনে ৫ ঘন্টার অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে বুড়িচং উপজেলার কাবিলা পর্যন্ত উভয় পাশে প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। অবরোধ প্রত্যাহারের পরও মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন।
এদিকে, দীর্ঘ প্রায় পৌঁনে ৫ ঘন্টার অবরোধে শ্রমিকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার, সিনিয়র সহকারি পুলিশ সুপার জুয়েল রানা, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, দেবীদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) আরিফুর রহমানসহ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা চেষ্টা করছেন।