ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কাউন্সিলর হত্যার ঘটনার রহস্য উদঘাটন আজ বা কাল : স্বরাষ্ট্রমন্ত্রী
Published : Wednesday, 24 November, 2021 at 7:38 PM
কাউন্সিলর হত্যার ঘটনার রহস্য উদঘাটন আজ বা কাল : স্বরাষ্ট্রমন্ত্রীকুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে  নিজ কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যার  ঘটনার প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,  ‘গত পরশু দিন একটা হত্যাকাণ্ড ঘটেছে। আমাদের পুলিশ বাহিনী চেষ্টা করছে। আশা করছি, আমরা আজকে বা কালকে সমস্ত রহস্য উদ্‌ঘাটন করতে পারব।
বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 
উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল এবং তার সহযোগী হরিপদ সাহা হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ নভেম্বর বুধবার সকালে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আটক করে র‌্যাব। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সে জোড়া খুনের ঘটনায় দায়ের করা একমাত্র মামলার ৪ নম্বর আসামি। সুমন সুজানগর বউবাজার এলাকার কানু মিয়ার ছেলে। ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ রুমন।
এদিকে বুধবার সকালে কাউন্সিলর সোহেলের বাড়িতে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি পরিবারের সদস্য ও এলাকাবাসীকে আশ্বাস দেন দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান।