ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টেকনাফে ৫ কোটি টাকার আইস উদ্ধার
Published : Wednesday, 24 November, 2021 at 7:48 PM
টেকনাফে ৫ কোটি টাকার আইস উদ্ধারকক্সবাজারের টেকনাফ উপজেলায় এক কেজি ‌আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, এগুলোর বাজারমূল্য পাঁচ কোটি টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী সোলার প্রজেক্ট এলাকার লবণ মাঠ হতে ভয়ঙ্কর এই মাদকের চালানটি উদ্ধার করা হয়।

বুধবার (২৪ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানান বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খাঁন।

তিনি জানান, মিয়ানমার থেকে একটি মাদকের বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে—এমন সংবাদে আলীখালী সোলার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে আলীখালী লবণের মাঠের ওপর দিয়ে কয়েকজনকে আসতে দেখা যায়। বিজিবির ধাওয়ার মুখে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তাটি উদ্ধার করে এক কেজি আইস জব্দ করা হয়।