ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে ‌‌‌'Good Governance and Innovation' শীর্ষক প্রশিক্ষণ শুরু
Published : Thursday, 25 November, 2021 at 12:00 AM, Update: 25.11.2021 1:27:50 AM
কুবিতে ‌‌‌'Good Governance and Innovation' শীর্ষক প্রশিক্ষণ শুরুকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত কর্মকর্তাদের নিয়ে ‘এড়ড়ফ এড়াবৎহধহপব ধহফ ওহহড়াধঃরড়হ’ শীর্ষক দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার ২৪ নভেম্বর সকাল ৯টায় কুবি ভার্চুয়াল ক্লাস রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন কুমিল্লা সিটি কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (উপ সচিব) ড. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, প্রশিক্ষণ মানেই দক্ষতা অর্জন। প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষণ ছাড়া কর্মের দক্ষতা বৃদ্ধি পায় না। আমরা প্রশিক্ষণের মাধ্যমেই যোগ্যতা অর্জন করেছি। আপনারা যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, তারা মনোযোগ দিয়ে প্রশিক্ষকের বক্তব্য শুনবেন। তিনি আরও বলেন, আমরা সকলে সরকারী কর্মচারী বিধায় সরকারী নীতিমালা অনুযায়ী কর্ম সম্পাদন করা আমাদের কর্তব্য। আপনারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা বিশ্ববিদ্যালয় রূপান্তরে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, উপাচার্য মহোদয়ের আন্তরিকতা, প্রচেষ্টা ও নিষ্ঠায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিশন মিশনকে লক্ষ্য রেখে আইকিউএসি ট্রেনিং প্রোগ্রাম করে যাচ্ছে যা প্রশংসনীয় উদ্যোগ। মাননীয় উপাচার্যের নেতৃত্বে আপনাদের সুষ্ঠু কর্মের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে।
অনুষ্ঠানের সভাপতি ও আইকিউএসি’র পরিচালক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।-প্রেস বিজ্ঞপ্তি