বরুড়ায় ককটেল হামলায় ২ শিক্ষার্থী আহত বিদ্যালয় বন্ধ ঘোষণা
Published : Thursday, 25 November, 2021 at 12:00 AM
ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঝলম উচ্চ বিদ্যালয়ের ২ শিক্ষার্থী ককটেল হামলায় আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, আনুমানিক সাড়ে ১২টার দিকে ঝলম উচ্চ বিদ্যালয়ের এন্ড কলেজের নবম শ্রেণির ২ জন শিক্ষার্থী ক্লাস শেষে বাড়ি ফেরার পথে ঝলম বাজারে আসলে তারা ককটেল হামলায় আহত হয়। তাদেরকে তাৎক্ষণিক ভাবে বরুড়া সরকারি হসপিটাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিগান( ১৬) নামে একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় আহত সুমাইয়া জালাল তিশা (১৫) নামে আরেক ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহত রিগান বিলপুপুকুরিয়া গ্রামের ফুল মিয়ার ছেলে। আর তিশা ঝলম হজারপাড় গ্রামের মোঃ শাহজালালের কন্যা।
এ ঘটনার খবর পেয়ে কুমিল্লার এ এসপি (সার্কেল) প্রশান্ত পাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার মজুমদার ঘটনার স্হল পরিদর্শন করেন। নির্বাচন কে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি কথার চিন্তা করে প্রশাসন ঝলম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কে দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেন। সোমবার থেকে স্কুল খোলা থাকবে। এ ঘটনা কে কেন্দ্র করে পুলিশ ঝলম ইউনিয়নের প্রবেশ মুখে ফকির মোকাম চেক পোস্ট বসিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
এ বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার মজুমদার বলেন,ঘটনার শুনার সাথে সাথে পুলিশ গিয়েছে। ডাক্তারের সাথে আলাপ করার পর জানা যাবে কিসের আঘাতে শিক্ষার্থীরা আহত হয়েছে হয়েছে।