মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের খেলা চলাকালে হঠাৎ গ্যালারি থেকে কাঁটাতারের ফেন্সিং (বেড়া) বেয়ে মাঠে ঢুকে পড়া যুবক রাসেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত এ জামিন মঞ্জুর করেন।
এদিন আদালতে রাসেলের আইনজীবী মো. হোসাইন ফরাজী ও মো.রবিউল্লাহ জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
এর আগে ২১ নভেম্বর রাসেলকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, ২০ নভেম্বর খেলা দেখতে যুবক রাসেল টিকিট কেটে মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করেন। কিন্তু খেলা চলাকালীন গ্যালারির নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মাঠে ঢুকে পড়েন। এরপর মাঠে এসে নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে যায়।