আবারও আলোচনায় সিকদার পরিবারের নিয়ন্ত্রণে থাকা বেসরকারি ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আবদুল বারী পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে ব্যাংকে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার হয়ে তিনি পদত্যাগপত্র দেন বলে ব্যাংকটির একটি সূত্র নিশ্চিত করেছে। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাংকটির ডিএমডি সৈয়দ রইস উদ্দিনকে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ন্যাশনাল ব্যাংকের এক পরিচালকের সঙ্গে বিরোধের জের ধরে আবদুল বারী এমডি পদ থেকে পদত্যাগ করেছেন। এর আগেও ব্যাংকটির কয়েকজন এমডি বিব্রতকর পরিস্থিতির শিকার হয়ে পদত্যাগে বাধ্য হন।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য আবদুল বারীর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।