ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় কাউন্সিলর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
Published : Thursday, 25 November, 2021 at 7:38 PM
কুমিল্লায় কাউন্সিলর হত্যার বিচার দাবিতে মানববন্ধনকুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে কুমিল্লার সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কুর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মেয়র সাক্কু বলেন, কুমিল্লার ইতিহাসে এমন ন্যাক্কারজনক ঘটনা আগে ঘটেনি। আমরা সিটি করপোরেশনের কাউন্সিলরসহ নগরবাসী এক হয়েছি। আমরা খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

মানববন্ধনে কুমিল্লা সিটি করপোরেশনের পুরুষ ও নারী কাউন্সিলর উপস্থিত ছিলেন। পরবর্তীতে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, সোমবার বিকালে নগরীর পাথরিয়াপাড়ায় কাউন্সিলরের নিজ কার্যালয়ে সোহেলসহ ছয় জন দুর্বৃত্তের গুলিতে আহত হন। রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল ও তার সহযোগী হরিপদ মারা যান। বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চার জন।