ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়া ঝলম ইউপি নির্বাচন সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলামের
Published : Friday, 26 November, 2021 at 12:00 AM, Update: 27.11.2021 10:34:34 PM
বরুড়া ঝলম ইউপি নির্বাচন সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলামেরমোঃ হুমায়ুন কবির মানিক: তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর কুমিল্লার বরুড়া উপজেলার ৯ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এদিকে অনুষ্ঠিতব্য নির্বাচনের সুষ্ঠু-অবাধ পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী (আনারস প্রতীক) ও বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। তবে সুষ্ঠু নির্বাচন হলে পুনঃজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী তিনি।
বৃহস্পতিবার দুপুরে ঝলম বাজারে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম। এসময় নুরুল ইসলামের সমর্থকদের সাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল এনাম ইয়াকুবের সমর্থকদের সংঘর্ষের উপক্রম হওয়ায় তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এর আগে গত কয়েকদিন ধরেই নির্বাচনকে কেন্দ্র করে ঝলম বাজারসহ ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার পরিস্থিতি উত্তপ্ত ছিলো। গত বুধবার বার্ষিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ঝলম বাজারে আওয়ামী লীগের প্রার্থী খায়রুল এনাম এয়াকুবের নির্বাচনী প্রচার ক্যাম্পের সামনে ককটেল বিস্ফোরণে সুমাইয়া জালাল তিশা ও ইসমাইল হোসেন নামের নবম শ্রেণির দুই শিক্ষার্থী আহত হয়। এলাকায় আতঙ্ক ছড়াতে ইয়াকুবের সমর্থকরা বাজারে ককটেল বিস্ফোরণ করেছে বলে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ও তার সমর্থকদের অভিযোগ।
বরুড়া ঝলম ইউপি নির্বাচন সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলামেরগতকাল দুপুরে ঝলম বাজারে গণসংযোগকালে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুল ইসলাম আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের সুষ্ঠু-অবাধ পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি গত ৫ বছর যাবৎ সততা ও নিষ্ঠার সাথে ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এবারের নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন না দেয়া স্বত্তেও আমার এলাকাবাসী এবং দলের নেতা-কর্মীরা আমাকে পুনরায় চেয়ারম্যান পদে দেখতে চাচ্ছেন। যার ফলে আমি তাদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি শান্তিপূর্ণ ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি। সুশৃঙ্খল ভাবে গণসংযোগের মাধ্যমে পুনরায় জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। কিন্তু আমাকে নির্বাচন থেকে সরিয়ে নিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার সমর্থকরা নানা রকমের হুমকি দিচ্ছে। তারা একাধিকবার আমার নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর চালিয়েছে। শুধু তাই নয়, তারা ঝলম বাজারে ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্কও ছড়িয়েছে।’
সুষ্ঠু নির্বাচন হলে পুনঃজয়ী হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুল ইসলাম বলেন, ‘দলের নেতা-কর্মী এবং স্থানীয় জনসাধারণের সমর্থনেই আমি পুনরায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। সুষ্ঠু নির্বাচন হলে পুনরায় জয়ের বিষয়ে আমি শভাগ আশাবাদী। আগামী ২৮ নভেম্বর অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য আমি প্রশাসনের প্রতি সবিনয় নিবেদন জানাচ্ছি। আমি আশা করি, ঝলম ইউনিয়নবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে।