দাউদকান্দিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা
Published : Friday, 26 November, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন, দাউদকান্দি ||
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ এস এম শাহজাহান ভূঁইয়া এবং তার সমর্থকদের উপর হামলা করা হয়েছে। ২৪ নভেম্বর বুধবার রাত আনুমানিক ১০ টায় দিকে মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
একই ইউনিয়নের আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: সোহেল পাটোয়ারীর সমর্থকরা এ হামলা করেন বলে এ এস এম শাহজাহান ভূঁইয়া অভিযোগ করেন।
এ এস এম শাহজাহান ভূঁইয়ার বড় ভাই ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, বুধবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: সোহেল পাটোয়ারীর সমর্থকরা এ হামলা করেন।
হামলায় মারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ এস এম শাহজাহান ভূঁইয়া (৩৮), ভরনপারা গ্রামের শহিদ মিয়ার ছেলে মো: জুয়েল (২০) এবং একই গ্রামের আব্দুল আউয়াল খাঁনের ছেলে মফিজ খাঁন (২৮) আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এব্যাপারে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: সোহেল পাটোয়ারীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এঘটনায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন তার ব্যক্তিগত ফেইসবুক পেইজে উপজেলার সকল চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী এবং সমর্থকদের নির্বাচনী সহিংসতা থেকে বিরত থাকার অনুরোধ করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে অনুরোধ করে বলেন বিঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।