ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় আওয়ামী লীগ
Published : Friday, 26 November, 2021 at 12:00 AM
ইলিয়াছ আহমদ, বরুড়া।
কুমিল্লার বরুড়া উপজেলা আগামী ২৮ নভেম্বর রবিবার তৃতীয় দাফে ৯ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন কে ঘিরে প্রতি নিয়ত বরুড়া উপজেলা উত্তপ্ত হয়ে উঠছে। মুল কারন হলো ক্ষমতাশীন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। আগানগর ইউনিয়নে নৌকা প্রতিক পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক। প্রতিদ্বন্দ্বী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের নেতা মাজহারুল ইসলাম মিঠু ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচন করছেন। ভবানীপুর নৌকা প্রতিক পেয়েছেন সৌদী প্রবাসী আওয়ামী লীগ নেতা মোঃ খলিলুর রহমান, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোঃ মিজানুর রহমান আনারস প্রতিক নিয়ে নির্বাচন করছেন। খোশবাস উত্তর ইউনিয়ন নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বর্তমান চেয়ারম্যান নাজমুল হাসান সর্দার। প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন আনারস প্রতিক নিয়ে নির্বাচন করছেন। চিতড্ডা ইউনিয়ন নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাকারিয়া। প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান জামাল ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচন করছেন। ঝলম ইউনিয়ন নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল এনাম এয়াকুব। প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, আনারস প্রতিক নিয়ে। একই ইউনিয়নে আওয়ামী লীগের আরেক নেতা মোঃ ছফি উল্লাহ নির্বাচন করছেন। আড্ডা ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ জাকির হোসেন বাদল। প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আরেক নেতা গতবার নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেছেন মোঃ দুলাল মিয়া আনারস প্রতিক নিয়ে।
আদ্রা ইউনিয়ন নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ আবদুল করিম প্রতিদ্বন্দ্বী করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন আনারস ও উদিয়মান যুবলীগের নেতা রাকিবুল হাসান লিমন মোটরসাইকেল প্রতিক নিয়ে।
লক্ষীপুর ইউনিয়ন নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি  মোঃ আবুল হাসেম। প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আবদুর রাজ্জাক আনারস প্রতিক নিয়ে।
একমাত্র পয়ালগাছা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহিন উদ্দিন নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন। এখানে আওয়ামী লীগের কোন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নেই। বিএনপি ইউনিয়নের একজন নেতা গাজী মোঃ আবদুল হাই আনারস প্রতিক নিয়ে নির্বাচন করছেন। তিনি না থাকলে সৈয়দ মাহিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন। ৮ টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিক আওয়ামী বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সাথে নির্বাচন করতে হবে। ২৮ নভেম্বর সন্ধ্যায় জানা যাবে কারা হচ্ছে আগামী দিনের চেয়ারম্যান।