ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় ১ টি পাইপ গান মেশিন ৯ টি রামদা চোরা লাঠির রড উদ্ধার
Published : Friday, 26 November, 2021 at 12:00 AM
ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলা ঝলম বাজার ও খোশবাস উত্তর ইউনিয়নের খোশবাস গ্রামের বাঁশঝাড় থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।
২৫ নভেম্বর বুধবার রাতে ঝলম উত্তর বাজার বিদ্যুৎ পিলারের পাশের ঝোপ থেকে এস আই মিজানুর রহমান রাত তিন টার সময় ১ টি পাইপ গান মেশিন উদ্ধার করেছে। একই রাত সাড়ে ৩টায় খোশবাস গ্রামের গাছি বাড়ির উত্তর পূর্ব পাশে বাঁশঝাড়ে পরিত্যক্ত অবস্থায় ৯ টি রামদা, ১টি চোরা,৩টি লোহার পাইপ উদ্ধার করেন বরুড়া থানার চৌকস এস আই সত্যজিৎ পাল ও তাঁর সঙ্গীয় সোর্স।পুলিশ তৃতীয় বারের মতো বরুড়া উপজেলার শরাফতি পেরপেটি গ্রাম সহ তিনটি এলাকা থেকে দেশীয় অস্র উদ্বার করে বরুড়া থানা পুলিশ । আগামী ২৮ নভেম্বর তিনটি এলাকায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারনা করা হচ্ছে ইউনিয়ন নির্বাচন কে কেন্দ্র করে দেশীয় অস্র মওজুদ করা হচ্ছে। যার ধারাবাহিকতায় পুলিশ একাধিক জায়গা থেকে তা উদ্ধার করছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার মজুমদার বলেন, অভিযান চলমান থাকবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য সকলের প্রতি উদ্বাত্ত আহবান জানান।