ব্রাহ্মণপাড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
Published : Friday, 26 November, 2021 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক: মনোনয়নপত্র জমা দেয়ার সময় অতিরিক্ত মানুষ নিয়ে মিছিল করায়
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা করে
মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে
তাদেরকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।
অর্থদণ্ডে
দণ্ডিত দু’জন হলেন শশীদ ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান
প্রার্থী মো: নজরুল ইসলাম এবং শিদলাই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান
প্রার্থী সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন
ইউএনও সোহেল রানা। তিনি বলেন, চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম এবং সাইফুল
ইসলাম তাদের মনোনয়ন ফরম জমা দেয়ার সময় অতিরিক্ত মানুষ নিয়ে মিছিল করছিলেন।
যা ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ এর ১১ বিধির লঙ্ঘন। পরে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ৫ হাজার টাকা করে ১০ হাজার জরিমানা করা
হয়। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার আহ্বান
জানান।
উল্লেখ্য, চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে
ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে আগামী ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ
অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র জমা
দেয়ার শেষ দিন।