ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আরেক আসামি মাসুম গেপ্তার
Published : Friday, 26 November, 2021 at 12:00 AM, Update: 26.11.2021 3:16:51 AM
আরেক আসামি মাসুম গেপ্তারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সুজানগর পাথুরিয়া পাড়া এলাকায় নিজ কার্যালয়ে কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল ও তার রাজনৈতিক সতীর্থ হরিপদ সাহা হত্যা মামলার ৯ নম্বর আসামি মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চান্দিনা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার। মাসুম সংরাইশ বেকারি গলির মঞ্জিল মিয়ার ছেলে। এর আগে গত বুধবার সকালে মামলার চার নম্বর আসামি সুমনকে আটক করে র‌্যাব। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এই হত্যকান্ডের ঘটনার  পর থেকেই ছায়া তদন্তে থাকা র‌্যাব এর কুমিল্লার সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামি দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে। শুধু মামলার এজাহারভুক্ত আসামি নয়, অজ্ঞাত আসামি কার তা-ও জানার চেষ্টা করা হচ্ছে। তদন্ত শেষেই বেরিয়ে আসবে এই হত্যাকান্ডের মূলে কার ও জড়িতদের পরিচয়।
এর আগে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, আসামি ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। বেশ কয়েক জন আসামি শনাক্ত হয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
গত ২২ নভেম্বর বিকেলে নিজ কার্যালয়ে সন্ত্রীদের প্রকাশ্য হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল ও ওই ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য হরিপদ সাহা। গুলিবিদ্ধ হয়ে আহত হন সেখানে থাকা আরো ৪ জন। এই ঘটনায় সোহেল কাউন্সিলরের ভাই রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। পরে র‌্যাব মামলার চার নম্বর আসামী সুমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্ত করে এবং মামলার নয় নম্বর আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।