ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উদ্বেগ-উৎকণ্ঠায় জনপ্রতিনিধিরা
কাউন্সিলর সোহেল হত্যাকারীরা দ্রুত গ্রেপ্তার না হলে নাগরিক সেবা বন্ধ করার হুশিয়ারি
Published : Friday, 26 November, 2021 at 12:00 AM, Update: 26.11.2021 3:17:15 AM
উদ্বেগ-উৎকণ্ঠায় জনপ্রতিনিধিরা তানভীর দিপু ||
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, মহানগর আওয়ামী লীগ নেতা ও ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল ও তার রাজনৈতিক সতীর্থ হরিপদ সাহাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় উৎকন্ঠা প্রকাশ করেছেন অন্যান্য জনপ্রতিনিধিরা। জোড়া খুনের ঘটনার পর আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তা চাইছেন তারাও। গতকাল বৃহস্পতিবার সহকর্মী কাউনিন্সলর সোহেল হত্যার বিচারের দাবীতে মানবন্ধন করে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারিরা। বেলা ১১টায় মোঘলটুলীতে কুমিল্লা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে সোহেল হত্যা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবী করে বক্তব্য রাখেন জনপ্রতিনিধিরা। মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা আলাদা আলাদা ব্যানার নিয়ে হাজির হন।
মনববন্ধনে কুমিল্লা নগরীর ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান কান্নাজড়িত কন্ঠে সোহেল হত্যার দ্রুত বিচার দাবী করে বলেন, বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে। আর কোন জনপ্রতিনিধিকে যেন এভাবে জীবন দিতে না হয়। আমরাও প্রতিমুহুর্তে জীবনের ঝুঁকি নিয়েই আছি। সন্ত্রাসীদের শাস্তি না পেলে কেউই নিরাপদ নই।
৩নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাভেদ বলেন, আমরা কোন কাউন্সিলররাই নিরাপদ নই। কারন আমরা অন্যায়ের প্রতিবাদ করি। কুমিল্লায় একজন জনপ্রিয় কাউন্সিলরকে হত্যা করা হয়েছে। যিনি সারাদিন মানুষের কল্যানে কাজ করতেন। যিনি সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করেছেন, মাদকের বিরুদ্ধে কাজ করেছেন। আর সেই মাদক ব্যবসায়িরাই তাকে হত্যা করেছে। আমরা হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবী করি।  সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার দাবি করি।
২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার বলেন, প্রশাসন যদি স্বচ্ছ ভাবে কাজ করে তাহলে আসামীরা খুব দ্রুতই গ্রেপ্তার হবে।
১৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল বলেন, প্রধানমন্ত্রী, জেলাপ্রশাসক পুলিশ সুপারের কাছে আবেদন জানাচ্ছি কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা হত্যাকান্ডটি বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবী জানাই।
দ্রুত আসামী গ্রেপ্তার না হলে সিটি কর্পোরেশনে সেবামূলক কাজ বন্ধ রাখার হুশিয়ারি দিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি বলেন, আমাদের সকল কাউন্সিলররা নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছে। আমাদের অপরাধ কি? আমরা শুধু মাত্র মানুষের কাজ করি। রাত দুপুরে মানুষের কাছে ছুটে যাই। জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা দেয়ার দাবি জানাচ্ছি।
কুমিল্লা সিটি মেয়র মোঃ মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লায় যেন এমন ঘটনা আর না ঘটে আমরা যে যেই রাজনৈতিক দলই করি না কেন সবাইকে রুখে দাঁড়াতে হবে। আমরা চাই সুষ্ঠ তদন্তের মাধ্যমে জড়িত সবার নাম যেন বেরিয়ে আসে এবং সকল আসামী যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার হয়।
এদিকে গতকাল সকালে সুজানগর পাথুরিয়া পাড়ায় নিহত মহানগর আওয়ামী লীগের সদস্য সোহেল কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হরিপদ সাহার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি আওয়ামীলীগের ওই দুই নেতার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। পরে তিনি ঘটনাস্থল সোহেল কাউন্সিলরের কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, খুনীরা যেখানেই থাকুক তাদের খুঁজে বের করা হবে। অন্যায়কারী নিজের দলের হলেও প্রধানমন্ত্রী তাকে ছাড় দেন না। আমরাও চাই সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের যথোপযুক্ত শাস্তি দেয়া হবে।
আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি এই হত্যাকান্ডের তদন্ত সতর্কভাবে করার আহ্বান জানিয়ে এমপি বাহার বলেন, মাদক ব্যবসায়ীদের উৎখাত করতে গিয়ে সোহেল ও হরিপদ প্রাণ দিয়েছেন। দুয়েক মাস আগে মিথুন নামে আরো এক যুবক নিহত। আইনশৃঙ্খলাবাহিনী যেন এই বিষয়গুলো জোরালে ভাবে আমলে নিয়ে সোহেলের খুনীদে দ্রুত খুঁজে বের করেন। এসময় তিনি এলাকাবাসীকে ধৈর্য্য ধারণ করে তদন্তকাজে আইনশৃঙ্খলাবাহিনীকে সহযোগিতার অনুরোধ জানান।
গত ২২ নভেম্বর নগরীর পাথুরিয়া পাড়ায় প্রকাশ্যে কাউন্সিলর ও তার সহযোগিকে হত্যার ঘটনায় ৩দিনে এজাহার নামীয় দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৪ নং আসামী সুমনকে আটক করে র‌্যাব এবং ৯ নং আসামী মাসুমকে গ্রেপ্তার করে পুলিশ।