কুমিল্লার ৩০ ইউনিয়নে উৎকণ্ঠার ভোট
Published : Saturday, 27 November, 2021 at 7:30 PM
নানা শংকা আর উৎকন্ঠা নিয়ে ২৮ নভেম্বর তৃতীয় পর্যায়ে কুমিল্লার তিনটি উপজেলার ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সকাল ৮ টায় শুরু হবে দাউদকান্দি, হোমনা ও বরুড়া উপজেলার ৩০ টি ইউনিয়নের নির্বাচনে ভোট গ্রহন। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। এদিকে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে মেঘনা উপজেলায় দুই জন নিহতের ঘটনায় আতংক ঘিরে আছে এ নির্বাচনকে ঘিরেও। এছাড়া নির্বাচনের আগে বরুড়া ও দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বিগ্ন রয়েছেন সেসব এলাকার ভোটাররা। তবে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সুষ্ঠু নিরপেক্ষ এবং রক্তপাতহীন নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে সংশ্লিষ্টদের। কুমিল্লার এই তিন উপজেলার ৩০ টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১ হাজার ৪৯৭ জন প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন উপজেলার ৩০টি ইউনিয়নে ২৮৮টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে বরুড়ায় রয়েছে ৯২টি কেন্দ্র, হোমনায় ৮৩টি ও দাউদকান্দির ১২টি ইউনিয়নে ১১১টি কেন্দ্র। ৩০টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন পাচঁ লক্ষ ১১ হাজার ৮০০ ভোট।