ইউরোপের দেশ নেদারল্যান্ডসে কোয়ারান্টিন হোটেল থেকে পালিয়ে গেছে এক দম্পতি। পরে অবশ্য তাদের গ্রেফতার করে পুলিশ। রবিবার সন্ধ্যায় আমস্টারডামের শিফোল বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
গ্রেফতারকৃত ওই দম্পতির নাম প্রকাশ করা হয়নি। তবে তাদের দেশটির স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমস্টারডামের সিফল বিমানবন্দরে গত শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুই ফ্লাইটে ৬১ যাত্রীর কোভিড শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিরা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কি না, সেটি নিশ্চিত হতে তাদের হোটেল কোয়ারেন্টিনে পাঠায় কর্তৃপক্ষ। পরে ওই যাত্রীদের মধ্যে ১৩ জনের ওমিক্রনের ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এই খবর পেয়ে কোয়ারেন্টিন থেকে পালিয়ে যায় ওই দম্পতি।
বিবিসি-র খবরে বলা হয়েছে, শনাক্তকৃত ১৩ জনের মধ্যে ওই দম্পতিও রয়েছে কিনা তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ওই দম্পতি উত্তর-পশ্চিম কেনেমারল্যান্ড অঞ্চলের একটি কোয়ারেন্টাইন হোটেল থেকে পালিয়ে গিয়েছিল, যেখানে দক্ষিণ আফ্রিকায় ভ্রমণকারীরা বর্তমানে সেলফ আইসোলেশনে রয়েছেন। কোয়ারেন্টিনের নিয়ম লঙ্ঘনের জন্য তাদের বিচারের মুখোমুখি করা হতে পারে।